Barak UpdatesBreaking News
সমাজসেবার স্বীকৃতি, নারায়ণী দেব ভাওয়ালকে সম্মাননা সরস্বতী স্মারক সমিতির
১১ জুলাই : ‘হিরণ্ময়ী নাথচৌধুরী স্মৃতি সম্মান’ অনুষ্ঠান আয়োজন করল সরস্বতী স্মারক সমিতি শিলচর। সংগঠনের বার্ষিক কর্মসূচি হিসেবে ৬ বছর ধরে এই আয়োজন করে আসছে রাষ্ট্র সেবিকা সমিতির এই শাখা। বৃহস্পতিবার সমিতির অম্বিকাপট্টি সুরেন্দ্র ধর লেনের কার্যালয় ভক্তিধামে হয় অনুষ্ঠান। এ বার এই সম্মান পান ‘এরা আমাদের’ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক নারায়ণী দেব ভাওয়াল।
স্মারক সমিতির কৃষ্ণা ভট্টাচার্য জানান, অটিস্টিক ছেলেমেয়েদের জীবনে পথচলার দিশা দেখাতে নিয়ত দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই সম্মাননা দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে নারায়ণী দেবের আবাসিক প্রতিষ্ঠানে ১০ জন অটিস্টিক রয়েছেন। কৃষ্ণা আরও বলেন, হিরণ্ময়ী নাথ চৌধুরী একজন শ্রেষ্ঠ সমাজকর্মী ছিলেন। এরজন্য তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। সংসারের দায়িত্ব পালন করে সময় বের করে মহিলাদের উন্নয়নে কাজ করে গেছেন। ফলে তাঁর চিন্তাধারা বাঁচিয়ে রাখতে স্বামী শিক্ষাবিদ বিমলনাথ চৌধুরীর আর্থিক অনুদান দিয়ে এই সম্মান দেওয়া হয়। সমাজে অবদান রাখা নারীদের দেওয়া হয় এই সম্মাননা।
এ দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। মুখ্য অতিথি ছিলেন মাতৃভাষা সুরক্ষা সমিতির অঞ্জু এন্দো। তাছাড়া মুখ্য বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় কর্মকর্তা চিত্রা যোশি। তিনি মাতৃশক্তি সম্পর্কে বিশদ আলোচনা করেন। স্বাগত ভাষণ দেন সুমিতা রায়চৌধুরী। তিনি মহিলাদের সার্বিক উন্নয়নে সেবিকা সমিতির উল্লেখযোগ্য অবদানের ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। আরএসএসের প্রবীণ কর্মকর্তা সহ সমিতির সদস্য ও আমন্ত্রিত নানা সংগঠনের নারী প্রতিনিধি সামিল ছিলেন অনুষ্ঠানে। সঞ্চালনা করেন মুক্তা দাস।