India & World UpdatesHappeningsBreaking News
অবস্থা স্থিতিশীল, আইসিইউ থেকে ছাড়া হল মনমোহন সিংকেMonmohan Singh’s condition stable
১১ মে : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি বর্তমানে এইমস-এর চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন। রবিবার সন্ধ্যায় ৮৭ বছর বয়সী কংগ্রেস নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অস্বস্তি বৃদ্ধি পাওয়ায় প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে সোমবার তাঁর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে বের করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ‘ড. মনমোহন সিং পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শরীর খারাপের কারণ খতিয়ে দেখা হয়েছে। নতুন ওষুধের থেকে হালকা প্রতিক্রিয়া হওয়াতেই এরকম হয়েছে।’
এই মুহূর্তে রাজস্থান থেকে তিনি রাজ্যসভার সদস্য। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৯ সালে তাঁর করোনারি বাইপাস অস্ত্রোপচার হয়। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁর অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।