NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি মেডিক্যাল ও এমএমসি হাসপাতালে বিমান বাহিনীর পুষ্পবৃষ্টিAirforce shower petals over Gauhati Medical & MMC Hospital
৩ মে : নিজের জীবনকে তুচ্ছ করে সামনের সারিতে দাঁড়িয়ে কোভিড মহামারির বিরুদ্ধে লড়াই করা দেশের চিকিতসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে সম্মান জানাল ভারতীয় বিমান বাহিনী। রবিবার সকাল ১০টায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে কর্মরত স্বাস্থ্য বিভাগের প্রত্যেক যোদ্ধাকে বিমান বাহিনী অভিবাদন জানায়। এদিন দুটি হাসপাতালেই কর্মরত চিকিতসা কর্মীদের উপর ফুল ছড়িয়ে দেয় বাহিনী। খোলা প্রাঙ্গণে দাঁড়িয়ে সবাই এই অভিবাদন গ্রহণ করেন।
এদিন সকাল ১০টায় প্রথম মেডিক্যাল চত্বরে আসে হেলিকপ্টার। এখানে আকাশ থেকে ফুল ছড়িয়ে সাড়ে ১০টায় যায় এমএমসি হাসপাতালে। এর পাশাপাশি তাদের সম্মানে ব্যান্ডও বাজানো হয়েছে। সেখান থেকে হেলিকপ্টার জনতা ভবনে গিয়েও পুষ্পবৃষ্টি করে। ভারতীয় বিমান বাহিনীর এই কর্মসূচি শুধু আসামেই নয়, সারা দেশজুড়েই একইভাবে করোনা যোদ্ধাদের সম্মান জানানো হয়।
Thank you @adgpi @indiannavy @IAF_MCC for special affection for our warriors at GMCH & MMCH in Guwahati.
As #ArmedForces take to the ground, skies and water to pay a remarkable tribute to our #CoronaWarriors, I join the echo of pride and gratitude reverberating across India. pic.twitter.com/c9WvvoK0FL
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 3, 2020
এর আগে গত শুক্রবার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিন বাহিনীর প্রধানদের নিয়ে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। ভারতীয় স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে এ দিন করোনা যোদ্ধাদের সম্মান জানায়।