Barak Updates
শিলচরে মানুষ টানায় মোদিই ভাঙবেন নিজের রেকর্ড, দাবি বিজেপির
মোদি এর আগে দুইবার বরাক সফরে এলেও প্রধানমন্ত্রী হিসেবে কাছাড় জেলায় এই প্রথম। ২০১৪ সালে তিনি যখন রামনগরে বক্তৃতা করছিলেন, তখন তিনি ছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। ২০১৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে বরাক উপত্যকায় এলেও সভা হয়েছিল হাইলাকান্দি জেলার কালীনগরে।
তাঁর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এরই মধ্যে এসপিজি-র ৪০ জনের একটি দল শিলচরে এসে পৌঁছে গিয়েছে। সমাবেশস্থল ঘুরে দেখেছেন তাঁরা। ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রথমে ইম্ফলে যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে শিলচরে আসবেন। মোট তিনটি হেলিকপ্টার নামবে। সে জন্য সমাবেশ স্থলের পাশেই হেলিপ্যাড তৈরি হচ্ছে।
সেই সমাবেশে উপস্থিত হতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও পূর্ত-অর্থ-স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৩ তারিখ বিকেলে শিলচরে আসছেন। সকালে আসবেন সাধারণ সম্পাদক রাম মাধব, সম্পাদক মহেন্দ্র সিং ও রাজ্য সভাপতি রঞ্জিত দাস। এত নেতার একসঙ্গে উপস্থিতিরও একটা তাতপর্য রয়েছে বলে মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। এই সময়ে কাগজ কল খোলার দাবিতে যারা বিক্ষোভ দেখানোর কথা বলছেন, তাঁদের উদ্দেশে কবীন্দ্রবাবুর আহ্বান, কোনও বাজে কাজে তাঁরা যেন সেদিন না যান। পুরনো রেকর্ড বাজিয়ে কৌশিক-কবীন্দ্রবাবুরা বলেন, যারা মিলকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, তাঁরাই এখন আন্দোলনের নামে সাধারণ কর্মচারীদের উসকে দিচ্ছেন। এতদিন লুটেপুটে খেয়েছেন, এখন রাস্তায় বক্তৃতা করছেন। তাঁদের কথায়, মিল খোলার ব্যাপারে তাঁরা নিয়মিত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। ৪ জানুয়ারিও প্রধানমন্ত্রীকে মিল খোলার দাবি জানিয়ে স্মারকলিপি দেবে দলের তিন জেলার কো-অর্ডিনেশন কমিটি।