India & World UpdatesBreaking News
নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ত্রিপুরায় আইএনপিটির সড়ক অবরোধ
১০ ডিসেম্বর : প্রস্তাবিত নাগরিকত্ব বিল ২০১৬-র প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে পথে নামল ত্রিপুরার ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব টিপরা (আইএনপিটি)। এ দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করে আইএনপিটি-র সদস্যরা সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আওয়াজ তোলেন। ত্রিপুরার লাইফলাইন ৮ নং জাতীয় সড়ক ও রেললাইনেও অবরোধ গড়ে তোলা হয়।
সকালে প্রথম অবরোধ শুরু হয় খামতিংবাড়ি এলাকায়। আইএনপিটি-র সদস্যরা জাতীয় সড়ক অবরোধ করে স্লোগান দেন। এমনকি রেললাইনে শুয়ে পড়ে রেলের গতি আটকে দিয়েছেন তারা। এতে আগরতলার দিকে যাওয়া সব ধরনের গাড়ি ও ট্রেন সকাল থেকেই আটকে পড়ে। যাত্রীদের দুর্ভোগ চূড়ান্ত মাত্রায় পৌছে যায়। এর পাশাপাশি ত্রিপুরার হেজামারা ও আমবাসায়ও আন্দোলনকারীরা অবরোধ গড়ে তোলেন।
আইএনপিটি সভাপতি বিজয় কুমার রাংখল ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের সম অধিকারের বিষয়টি উত্থাপন করে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বাংলাদেশিদের ভারতীয় করার প্রক্রিয়া চলছে। এতে সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। অন্যদিকে, এর আগে রাজ্যে গত ৫ ডিসেম্বর সড়ক অবরোধের ডাক দিয়েছিল আইপিএফটি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুরোধে সংগঠন সড়ক অবরোধ থেকে বিরত থাকে।