Barak UpdatesHappeningsBreaking News
গরুর মৃত্যুতে শোকাকুল জয়পুর, এলাকা পরিক্রমা করে সমাধিস্থ
২৯ সেপ্টেম্বর: গরুর মৃত্যুতে কেঁদে ভাসাল গোটা গ্রাম৷ শেষে তাকে নিয়ে এলাকা পরিক্রমা করে সমাধি দেওয়া হয় তাকে৷ ঘটনা কাছাড় জেলার জয়পুরে৷ তাদের কাছে এ শুধু একটি গরু ছিল না৷ জয়পুরবাসী বিশ্বাস করেন, গরুর রূপে এ আসলে নন্দী মহারাজ৷ শিবের সেই নন্দী-ভৃঙ্গী৷ তাই তার মৃত্যু ঘটলে এলাকাবাসী মানুষের মতই তাকে কাঁধে করে নিয়ে কীর্তন যোগে এলাকা পরিক্রমা করে নিয়ে যায় শ্মশানঘাটে৷ সেখানে সমাধিস্থ করা হয় তাকে৷
তাকে নন্দী মহারাজ বলেই ডাকতেন এলাকাবাসী৷ তবে এই বিশ্বাসের উৎস বলতে পারলেন না তাঁরা৷ জয়পুর শিবমন্দিরেই থাকত-খেত এই গরু৷ শেষে মৃত্যুতে মর্যাদা খানিককা বেড়েই যায় নন্দী মহারাজের৷ ধূপধোনা দিয়ে সমাধিস্থলে দীর্ঘসময় ধরে চলে পূজার্চনা৷